জুম কনফারেন্সিং এ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, দেশের অভ্যন্তরে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কর্তৃক দায়িত্ব পালনকালে উদ্ভুত চ্যালেঞ্জ উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উক্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ও প্রত্যন্ত অঞ্চলে করোনা প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।