শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এর লকডাউন বাস্তবায়নে কঠোর তৎপরতা

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

সারাবিশ্বে সবার নজর এখন করোনাভাইরাসের মিউটেশনের দিকে - কোভিড-১৯-এর নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়ায়, তেমনি বেশি সংখ্যায় লোক এখন এগুলোতে সংক্রমিত হচ্ছে এবং ভ্যাকসিনকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি।

তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা থামছেই না। শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। একইসময়ে ভাইরাসটি নতুন করে শনাক্ত হয়েছে আরও ৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষের দেহে।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ ২৪ হাজার।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৩৪২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪২ লাখ ২৩ হাজার ৪৮০ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৭৭ জন। এতে করে করোনা ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার ৯৬৭ জনে।

এদিকে মুন্সীগঞ্জে দেশব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

সরকারি নির্দেশনা অমান্য করা ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: