জন্ম-নিবন্ধন বাস্তবায়নে রাজবাড়ী জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
শুক্রবার রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের সভাপতিত্বে জন্ম-নিবন্ধন বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার রাজবাড়ী জেলার উপ-পরিচালক মো. মাহাবুর রহমান শেখ। এছাড়াও সভায় রাজবাড়ী জেলার উপজেলা নির্বাহী অফিসাররা, সহকারী কমিশনার (স্থানীয় সরকার), সহকারী কমিশনার (আইসিটি), ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এবং ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার জন্ম নিবন্ধন কাজকে ত্বরান্বিত করতে জেলা প্রশাসক এবং উপপরিচালক, স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।