শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ
শরীয়তপুর জেলার সদর উপজেলার জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজ অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শরীয়তপুর জেলা প্রশাসন পারভেজ হাসান।
আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দীপ ঘরাই। এসময় প্রত্যেক অটোরিকশা, নসিমন-করিমন চালকদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, তেল বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলার জেলা প্রশাসক পারভেজ হাসান জানান, 'শরীয়তপুর জেলার প্রতিটা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এছাড়াও লকডাউন বাস্তবায়নে প্রতিটি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। জেলার যেকোনো প্রান্ত থেকে ৩৩৩-তে ফোন দিলে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।'