কোভিড-১৯ প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসন এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
শুক্রবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতাবেক সরকার আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে নরসিংদী জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৬৬ টি মামলা রুজু করে ৬১,৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।