শিরোনাম

South east bank ad

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া ২০০ জন দোকান কর্মচারী, ১০০ জন নির্মাণ শ্রমিক, ২৭ জন প্রতিবন্ধী, ৩২ জন পাদুকা শ্রমিক, ৫০ জন ডেকোরেটর শ্রমিক, ৮ জন গৃহকর্মী এবং ৫০ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তার মাঝে ছিল ৭ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম ভোজ্য তেল ও একটি সাবান।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ খুলনা রেলওয়ে স্টেশন চত্ত্বরে এই খাদ্য সহায়তা বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এঁর সভাপতিত্বে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান এবং খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এই খাদ্য বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: