শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জ হাসপাতালে যুক্ত হলো আরও ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো-মিটার

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

করোনা রোগীদের চিকিৎসায় আরও বেশি সক্ষমতা অর্জন করেছে মানিকগঞ্জ জেলা হাসপাতাল। কোভিড ডেডিকেটেড ইউনিটে যুক্ত হলো আরও ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো-মিটার।

স্পেক্ট্রা গ্রুপের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী খান মো. আফতাব উদ্দিন গতকাল শনিবার ৩১ জুলাই জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফে এর কাছে এ চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করেন।

এসময় সিভিল সার্জন, উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ, আবাসিক মেডিকেল অফিসার, সদর হাসপাতালসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: