শিরোনাম

South east bank ad

লকডাউনে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

ঈদুল আযহার পর লকডাউনের ৯ম দিনে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে আরোপিত সরকারি বিধিনিষেধ প্রতিপালন নিশ্চিত করতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়।

গতকাল শনিবার ৩১ জুলাই ২০২১ইং তারিখে দুপুরে ফরিদপুর সদর উপজেলার জনতা ব্যাংকের মোড়, আলীপুর মোড়, আলীপুর গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।
অভিযান পরিচালনার সময় বিধিনিষেধ ভঙ্গ করে শোরুম খোলা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাটারফ্লাই, আরএফএল ডিলার ও সিঙ্গার এ ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলামিন এলজি শোরুম একটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যাটালিয়ান আনসারের সদস্য এবং আনসার বাহিনীর সদস্য উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

এ সময় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধান ও জারি করা বিধিনিষেধ মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করা হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: