রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের ১৮ মামলায় ৪ হাজার ৯৫০ টাকা জরিমানা
জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক গতকাল শনিবার ৩১ জুলাই ২০২১ইং তারিখ রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মোট ৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত মোট ১৮টি মামলায় অভিযুক্তদের ৪ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড দেয়। কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সচেতনতার অংশ হিসেবে লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়।
এসময় বিজিবি এবং জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। কঠোর লকডাউনে সবাইকে সরকারের আরোপ করা বিধিনিষেধ মেনে চলতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।