ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও ম্যাক্স গ্রুপের ৫০টি অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করলেন নোয়াখালী জেলা প্রশাসক
নোয়াখালীতে গতকাল শনিবার ৩১ জুলাই ২০২১ইং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে হস্তান্তর করা ৫০টি অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এ সময় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকরা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, নোয়াখালীর সভাপতি, ম্যাক্স গ্রুপের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্রমবর্ধমান কোভিড রোগীদের চিকিৎসায় এ অক্সিজেন সিলিন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান আশাবাদ ব্যক্ত করেন।