শরীয়তপুর জেলা প্রশাসক এঁর কাছে মেডিকেল সরঞ্জামাদি হস্তান্তর করেন নাহিম রাজ্জাক এমপি
আজ ১ আগস্ট ২০২১ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলনকক্ষে কোভিড-১৯ মোকাবেলায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপিই, অক্সিমিটার ইত্যাদি শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এঁর কাছে হস্তান্তর করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
প্রাপ্ত সকল সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে সদর, ডামুড্যা, গোসাইরহাট, ও ভেদরগঞ্জ উপজেলায় প্রেরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, শরীয়তপুর এর প্রতিনিধি, বাংলাদেশ আওয়ামীলীগ, শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে; শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, এবং বাংলাদেশ আওয়ামীলীগ এর স্থানীয় নেতৃবৃন্দ।
কোভিড-১৯ মোকাবেলায় এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।