পাবনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
দেশে গতকাল শনিবার ৩১ জুলাই ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২১৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।
গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গতকাল শনিবার ৩১ জুলাই ২০২১ইং তারিখে সমগ্র পাবনা জেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়। এসময় পাবনা জেলায় ভ্রাম্যমাণ আদালতের মোট ৯০টি মামলায় ৯৪ জনকে ১ লাখ ৮০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলে নিজেকে নিরাপদ রাখার ও অপরকে নিরাপদ রাখতে আহ্বান জানানো হয়।