বগুড়া জেলা প্রশাসনের গাবতলী ও সারিয়াকান্দি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশনায় গতকাল শনিবার ৩১ জুলাই ২০২১ইং তারিখ জেলার গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের খোঁজ খবর নেওয়া হয়।
এসময় বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে কোভিড-১৯ থেকে রক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয়।এছাড়া তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা সৃষ্টি ও উৎসাহিত করা হয়।
এছাড়া পরিবেশ ও জলবায়ু রক্ষার পরম বন্ধু বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় বৃক্ষের উপকারিতা বর্ণনা ও বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করা হয়।