শিরোনাম

South east bank ad

বাগেরহাটে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের ৬৪ মামলায় ১ লাখ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনায় গতকাল শনিবার ৩১ জুলাই ২০২১ইং তারিখ জেলা-উপজেলা প্রশাসনের ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি লংঘনের জন্য ৬৪ টি মামলায় ৬৮ জনকে ১ লাখ ২২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড ও ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাগেরহাট জেলায় মাস্ক বিতরণ ও সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থেকে নিজেকে বাঁচাতে ও অন্যকে বাঁচতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: