শিরোনাম

South east bank ad

হবিগঞ্জে সরকারের বিধিনেষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের ৮৬ জনকে মোট ৫২ হাজার ৯৫০ টাকা জরিমানা

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ২৬ জনে। আর এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৩২ হাজার ৮৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ১১৮ জন।

করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে আজ রোববার ১ আগস্ট সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ২৪ জন আর মারা গেছেন ৬ লাখ ২৯ হাজার ৩১৫ জন।

তাই মহামারি এ ভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় সিলেটের হবিগঞ্জে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

গতকাল শনিবার ৩১ জুলাই সমগ্র হবিগঞ্জ জেলায় বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৬ জন ব্যক্তিকে মোট ৫২ হাজার ৯৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকতে ও নিরাপদে থাকতে বলা হয়েছে।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: