সুনামগঞ্জে ভূমিহীনদের ঘর নির্মাণ এলাকায় সীমানা পিলার স্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে উপহারের ঘরগুলো দেশবাসীর দৃষ্টি কাড়ে উল্লেখ করে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার সংলগ্ন সরকারি খাস জমিতে নির্মিত সারিবদ্ধ ঘরগুলো মনজুড়ানো স্থানে নির্মিত হয়েছে।
এ ভূমি পুন:রুদ্ধার করে ১৫টি ঘর নির্মাণ করা হয় এবং আরও ঘর নির্মাণ করে ভূমিহীনদের বসতভিটা তৈরি করে বন্দোবস্থ দেওয়া হবে। অচিরেই বিদ্যুত সংযোগ দেওয়া হবে। বসতীদের জীবনমান উন্নয়ণের স্বার্থে দোকানপাট করে ব্যবসার সুবিধা করে দেওয়া হবে। বসতিদের নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হবে এবং এই কমিটির মাধ্যমে বসতভিটার সামনের জমিতে নিয়মানুযায়ী ফসল লাগিয়ে তারা ভোগ করবে। একটি শহরের মতো এই এলাকাকে গড়ে তুলবো।
তিনি গতকাল শনিবার ৩১ জুলাই সকালে রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার সংলগ্ন ভূমিহীনদের জন্য নির্মিত ১৫টি উপহারের ঘর নির্মাণ এলাকায় সীমানা পিলার স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভূমিহীন পরিবারগুলো যাতে স্বাস্থ্য সম্মত জীবন-যাপন করতে পারে সেজন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। মসজিদ, কবরস্থান গড়ে তোলা হবে। আমার বিশ্বাস, সুরমা নদীর তীর ঘেঁষে গড়ে উঠা এসব ঘরগুলো সবার দৃষ্টি কাড়বে এবং এই এলাকাটি ভবিষ্যতে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে। সবার সহযোগিতা নিয়ে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরিচালিত হবে এ এলাকা।
সীমানা পিলার উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লে.কর্ণেল মাহবুব, মেজর আসিফ তানভির, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার. সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আবুল হোসেন, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল হাই, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুনামগঞ্জ সদরের মো.নুর আলী, ইউপি সদস্য মো.শরকত আলী সদর থানার একদল পুলিশ ও আনসার সদস্যরা।