ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের ৫৯ হাজার টাকা জরিমানা
ময়মনসিংহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুযায়ী জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের নিয়োজিত ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোর ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো ময়মনসিংহ জেলা শহরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করে।
১ আগস্ট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মামলা দায়ের করে মোট ৫৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷
জেলা প্রশাসন, ময়মনসিংহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করছে।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিরা সবসময় মাঠে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন৷ ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সঠিকভাবে মাস্ক পরিধান ও সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। জনস্বার্থে জেলা প্রশাসন, ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।