বরগুনায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ অনুষ্ঠিত
কর্মক্ষেত্রে দক্ষতা, আন্তরিকতা, সততা, নিষ্ঠা এবং শুদ্ধ আচরণের স্বীকৃতিস্বরূপ গত বুধবার ২৮ জুলাই বরগুনা জেলা প্রশাসন এর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন।
এ বছর বরগুনা জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এ ভূষিত হন উপজেলা নির্বাহী অফিসার, বামনা বিবেক সরকার; নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) -এর দাতিত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এবং সংস্থাপন শাখায় কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ সগির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে উপস্থিত সবাইকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ৩ জনের হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ তুলে দেন।