ভোলায় ভ্রাম্যমাণ আদালাতের ৯৫ মামলায় ১০১ জনকে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা
বরিশালে কোভিড-১৯ প্রতিরোধে সরকারের জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গতকাল রোববার ১ আগস্ট ২০২১ইং তারিখ ভোলা জেলায় ১৬টি ভ্রাম্যমাণ আদালাত ৯৫টি মামলায় ১০১ জনকে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও র্যা বের সহায়তায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযানসমূহ পরিচালিত হয়।
কোভিড-১৯ প্রতিরোধে ভোলা জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
এছাড়া ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকতে ও স্বাস্থবিধি মেনে চলতে বলা হয়েছে।