বরিশালে দুস্থ-ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ
গতকাল রোববার ১ আগস্ট ২০২১ইং তারিখে বরিশাল জেলায় নতুন করে ২৮২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত এ জেলায় ১৪ হাজার ৪১৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল এ জেলায় করোনা আক্রান্ত ৪২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন এবং মোট ৭৬৭১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন।
গতকাল এ জেলায় করোনা আক্রান্ত ৪ জন ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং এ পর্যন্ত জেলায় ১৬২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
সবাইকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বরিশালে গণমাধ্যম কর্মীদের সংগঠন উদ্যোগ-এর আয়োজনে গতকাল রোববার সুরভী নেভিগেশনের সহযোগিতায় চলমান লকডাউনে দুস্থ-ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।