মৌলভীবাজারে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে জেলা প্রশাসন
গতকাল রোববার ১ আগস্ট ২০২১ইং শোকাবহ আগস্টের প্রথম দিন ছিল। ১৯৭৫ সালের এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদাত বরণ করেন।
ত্যাগ, সংগ্রাম, বীরত্বপূর্ণ নেতৃত্ব, অদম্য স্পৃহা, দৃঢ় প্রত্যয়, রাজনৈতিক দূরদর্শিতা ও আদর্শের দ্বারা জাতির পিতা সমগ্র বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন, দীক্ষিত করে তুলেছিলেন স্বাধীনতা অর্জনের চূড়ান্ত আত্মত্যাগে।
বাঙালির চিন্তায়, মননে এবং সকল অর্জনের সবটুকু জুড়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোকাবহ আগস্টের প্রথম দিনে জাতির পিতা এবং তার পরিবারের সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মৌলভীবাজার জেলা প্রশাসন।