সুনামগঞ্জে কোভিড-১৯-এর বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে বাংলাদেশ সরকারের আরোপিত বিধিনিষেধের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার সব উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জনচলাচল ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে গতকাল রোববার ১ আগস্ট ২০২১ইং তারিখে ১১টি উপজেলায় ১১ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ৫৫ টি মামলায় ৫৯ জনকে ৩২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সামরিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি অন্যান্য কার্যক্রম হিসেবে, মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করার নির্দেশনা ও জনসচেতনতামূলক দিকনির্দেশনা ও অব্যাহত রয়েছে। প্রয়োজনে জনস্বার্থে এ অভিযান আরও কঠোর করা হবে।