South east bank ad

ষষ্ঠ ধাপের নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নিতে হবে

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ষষ্ঠ ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (১০ জানুয়ারি) সোমবার বিকাল ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি ৬ষ্ঠ ধাপে সিরাজগঞ্জের তাড়াশের নির্বাচন শান্তিপূর্ণ করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব রকমের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বিকাল ৩টার দিকে সড়কপথে ঢাকা থেকে সিরাজগঞ্জে আসেন। এরপর সার্কিট হাউসে মিটিং শেষে তিনি এ দিন সন্ধ্যায় সিরাজগঞ্জের হার্টপয়েন্ট এলাকা ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার স্মার্টকার্ড বিতরণ শেষে তিনি শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল শ্বশুরবাড়ি এলাকা পরিদর্শন করে ঢাকায় ফিরে যাবেন।

BBS cable ad

নির্বাচন কমিশন এর আরও খবর: