South east bank ad

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আ.লীগ প্রতিনিধি দলে রয়েছেন যারা

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নির্বাচন কমিশন গঠনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সঙ্গে সংলাপে অংশ নিতে দশ সদস্যের প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

আগামীকাল (১৭ জানুয়ারি) সোমবার বিকাল ৪টায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

এর আগে ৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

BBS cable ad

নির্বাচন কমিশন এর আরও খবর: