শিরোনাম

South east bank ad

মুক্তি পাচ্ছে রাজ-পরীর প্রেমময় সিনেমা

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

মুক্তি পাচ্ছে রাজ-পরীর প্রেমময় সিনেমা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বরেণ্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটেই চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘আইসক্রিম’খ্যাত অভিনেতা শরিফুল রাজ প্রেমে জড়ান। এরপর বিয়ে।

আর পরীর মা হওয়ার খবরও ‘মনপুরা’খ্যাত নির্মাতার বরাত দিয়ে সংবাদমাধ্যমে আসে। অবশেষে সেই ‘গুণিন’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে “গুণিন” সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা অন্যরকম উত্তেজনা কাজ করে।

এই সিনেমার বেলাও তাই হচ্ছে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। অনেক স্মতি জড়িয়ে আছে সিনেমাটি ঘিরে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকির পর্দায় দেখতে পারবেন দর্শক।’

নির্মাতা জানান, ‘গুণিন’র গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই সিনেমার মূল উপজীব্য।

সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া ও রমিজ চরিত্রে অভিনয় করেছেন। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এর প্রেক্ষাপট।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকেই।

এদিকে, চরকির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে “গুণিন” দেখুন।’

BBS cable ad

বিনোদন এর আরও খবর: