South east bank ad

পরিচালক মাবরুর রশীদ বান্নাহ হাত ধরে ইমতিয়াজের পথচলা

 প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

পরিচালক মাবরুর রশীদ বান্নাহ হাত ধরে ইমতিয়াজের পথচলা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিনোদন জগতের অন্যতম গুণী পরিচালক মাবরুর রশীদ বান্নাহ'র নির্মিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে 'মানুষ টোকাই' ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'সেপুক্কো'-এ অভিনয় করে‌‌ছেন ইমতিয়াজ।

মূলত এই গুণী পরিচালকের হাত ধরে ছোট পর্দায় ইমতিয়াজের যাত্রা শুরু।। বেশ অনেকগুলো বান্না ভাই এর সঙ্গে করেছেন এবং করে যাচ্ছেন। বান্না ভাইয়ের সঙ্গে তার প্রথম নাটক রেসপেক্ট যেখানে মিশু সাব্বিরের সঙ্গে ইমতিয়াজকে দেখা যায়। এরপর বান্না ভাই পরিচালিত প্রথম প্রেমের গল্প, তবু ভালোবাসি, ওয়ান সাইড লাভ, হাঁটতে চাই তোমার পাশে, অ্যারেঞ্জ ম্যারেজ, ইত্যাদি নাটকে অভিনয় করেন ইমতিয়াজ । এছাড়াও মোশাররফ করিমের ড্রাইভার চরিত্রে ইমতিয়াজকে "বউয়ের বয়স ১৬" নাটকে দেখা যায়। পাশাপাশি ঈদে জনপ্রিয় নায়ক অপূর্ব সঙ্গে "হেলো ম্যাডাম" নাটকে অভিনয় করেন ইমতিয়াজ।

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে প্রচারিত এসিআই গ্রুপের জনপ্রিয় পণ্য স্যাভলনের বিজ্ঞাপন জীবাণু জীবাণু মনের মাঝে জীবাণু- এখন সবার মুখে মুখে। দক্ষ পরিচালক রুবায়েত মাহমুদ নির্মিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রচারিত এই বিজ্ঞাপনে কাজ করে ইতিমধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন নবাগত মডেল ইমতিয়াজ। স্যাভলনের এই বিজ্ঞাপন ছাড়াও ইমতিয়াজ কাজ করেছেন আরো কিছু বিজ্ঞাপনে, যার কিছু ইতিমধ্যে প্রচারিত হয়েছে আর কিছু আছে প্রচারের অপেক্ষায়। শীঘ্রই আসছে তার অভিনীত সড়ক ও গণপরিবহনের উপর নির্মিত সচেতনতামূলক বিজ্ঞাপন যা টেলিভিশনে প্রচারের অপেক্ষায়। সম্ভাবনাময় এই নবাগত অভিনেতা বিজ্ঞাপন ছাড়াও কাজ করেছেন বেশ কিছু নাটক‌ ও চলচ্চিত্রে। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক 'জয়েন্ট ফ্যামিলি'তে কয়েকটি পর্বে দেখা যায় তাকে ।

স্বনামধন্য পরিচালক 'দ্বীপংকর দীপনের' " অর্ন্তজাল" চলচ্চিত্রেও দেখা যাবে তাকে।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইমতিয়াজ ধীরে ধীরে‌‌ এগিয়ে চলেছেন নির্মাতাদের আগ্রহের দিকে। অভিনয় ক্যারিয়ার নিয়ে ইমতিয়াজের ভাবনা ‌সুদূর প্রসারী। অভিনয়ের স্বপ্নটা তার ছোটবেলা থেকেই ছিল। আর দশ জনের মতো পারিবারিক বাঁধার কারণে ছোট বেলায় শুরু করতে না পারলেও এই বয়সে এসেও শুরুটা খুব সহজ ছিল না। বেশ অনেক গুলো বছর অস্ট্রেলিয়াতে পড়াশুনার পাঠ শেষ করে দেশের ফিরেছেন ২০১৬তে। দেশে ফিরে এসে স্কুলজীবনের বাল্যবন্ধু দেশের বিজ্ঞাপন জগতের অন্যতম গুণী পরিচালক রুবাইয়াত মাহমুদের পরামর্শে দেশের স্বনামধন্য থিয়েটার প্রতিষ্ঠান প্রাচ্য নাট থেকে অভিনয়ের হাতেখড়ি নেন । স্বপ্নকে জয় করতেই অভিনয়ে আসা, সকল বাধাকে পিছনে ফেলে নিজেকে তৈরি করছেন ভালো ভালো কাজের মাধ্যমে দর্শকের মনে কিছুটা জায়গা তৈরি করে নিয়া। তাতে নিজেকে স্বার্থক বলে জানান তিনি।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: