চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিবেন না নায়ক সাইমন সাদিক

মো: আকিব হোসেন খান, কিশোরগঞ্জ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন না নায়ক সাইমন সাদিক । কিছুক্ষন আগে সাংবাদিক আকিব হৃদয়ের সাথে ফোন কলের মাধ্যমে আলাপচারিতায় এমন তথ্য জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক নায়ক সাইমন সাদিক।
তিনি আকিব হৃদয়কে জানান আমি চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব নিচ্ছি না। আদালতের রায় অনুযায়ী নিপুণ আপাই থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
জানা যায়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নায়িকা নিপুন ও নায়ক জায়েদ খানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে যার উত্তাপ ছড়িয়েছে সারা বাংলাদেশ এমনকি কোর্ট এর বারান্দা পর্যন্ত।
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে থাকছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, যেহেতু সাধারণ সম্পাদক পদে একটি জটিলতার সৃষ্টি হয়েছে সেতু পদাধিকার বলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন।