শিরোনাম

South east bank ad

রাঙামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ

 প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

রাঙামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ

করোনাকালীন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মো. আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মো. নিজাম উদ্দিন, নেছার আহমেদ, ইউসুফ হারুন, জাহিদ আক্তার, মেহেদী আল মাহবুব, আবুল মনসুর ওবাইদুল্লাহ উপস্থিত ছিলেন।
এদিন প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আলু ২ কেজি, মশুর ডাল ১ কেজি, পিয়াজ ২ কেজি, সয়াবিন তেল ১ লিটার। এছাড়া যারা নিতে আসেনি তাদের জন্য রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টির সদস্যরা ঘরে ঘরে খাদ্য সামগ্রি পৌঁছে দেন।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: