ডা. মুনাল মাহবুব এফবিসিসিআইয়ের পরিচালক হলেন
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক নির্বাচিত হয়েছেন ডা. মুনাল মাহবুব। ২০২১-২২ ও ২০২২-২৩ সালের জন্য চেম্বার গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
ডা. মুনাল মাহবুব চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি আনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও সার্জিস্কোপ হাসপাতাল চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা। এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হওয়ায় সিডব্লিউসিসিআইয়ের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।