মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারের টানা পাঁচবারের সভাপতি
চট্টগ্রাম চেম্বারের টানা পাঁচবারের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। দেশের প্রভাবশালী ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন ও দেশের প্রাচীনতম এ সংগঠনে এর আগে কেউ এতবছর সভাপতির দায়িত্ব পালন করার নজির নেই। দেশ-বিদেশের উচ্চ ডিগ্রিধারী তরুণ শিল্পপতিরা এখন চট্টগ্রাম চেম্বারের পরিচালক। চেম্বার ভবনে অনুষ্ঠিত এক সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন এসব পরিচালক নির্বাচন করা হয়।
মাহবুবুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে মাস্টার্স পাশ করে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। এত বছর কীভাবে সভাপতি থাকছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাজিকটা হলো- এ অঞ্চলের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে আমি সবসময় সতর্ক ও সচেষ্ট ছিলাম।’ প্রতি মেয়াদে দুই বছর করে টানা ১০ বছর তিনি চেম্বার সভাপতি।
২৪ জন পরিচালকের মধ্যে সভাপতি ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলেন চট্টগ্রাম বন্দরভিত্তিক ব্যবসার অন্যতম প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন তরফদার। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় জিন্স প্যান্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ইপিজেডের প্যাফিসিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
২৪ জনের কমিটিতে ১১ জন আগের কমিটিতেও ছিলেন। ১৩ জনকে নতুনভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। নবনির্বাচিত পরিচালকরা হলেন- অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাশ, বেনজির চৌধুরী নিশান, হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা, প্রকৌশলী ইফতেখার হোসেন সোহাগ, মোহাম্মদ শাহরিয়ার জাহান রাহাত, নাজমুল করিম চৌধুরী শারুন, এসএম তাহসিন জুনায়েদ, সালমান হাবিব, শাহজাদা ফওজুল আলেফ খান, সাজির আহমেদ, একেএম আকতার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রকিবুল রহমান, সাকিব আহমেদ সালাম, তানভির মোস্তফা চৌধুরী, ইফতেখার ফয়সাল, আদনানুল ইসলাম, মো. নাসিরুল আলম, মো. সিরাজুল ইসলাম, মো. ওমর ফারুক।