সেনাপ্রধানের সঙ্গে এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
গত সোমবার (১৭ মে) সেনা সদর দফতরে তিনি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্ভাব্য বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে বিনিয়োগ ও রফতানি বৃদ্ধির বিষয়ে সেনাপ্রধানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এফবিসিসিআই সভাপতি।