এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে বিজিএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ নেতারা। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে গতকাল এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় তারা বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
এ সময় বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এসএম মান্নান (কচি), সহসভাপতি শাহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মো. নাসির উদ্দিন, মিরান আলী ও রাকিবুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।