সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর অফিসে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা , বিশিষ্ট শিল্পপতি, এফবিসিসিআই এর সাবেক সভাপতি সালমান এফ রহমান এমপি এর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন এফবিসিসিআই এর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হিসেবে গত ১৯ মে, ২০২১ দায়িত্ব গ্রহণ করেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে। মো. জসিম উদ্দিন বিপিজিএমইএ এর সভাপতি , বেঙ্গল গ্রুপ ও আরটিভি'র ভাইস চেয়ারম্যান।