এফবিসিসিআই’র অফিসে সৌজন্য সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান
আজ তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এফবিসিসিআই’র অফিসে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বিষয়ে তাঁর সাথে বিশদ আলোচনা হয়। এসময় এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবিব উল্লাহ ডন, সালাহউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান এবং তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর কেনান কালেচি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে মোস্তফা ওসমান তুরান ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে চলেছেন। মোস্তফা ওসমান তুরান ১৯৯৯ সাল থেকে পেশাদার কূটনীতিক তুরান রোমে তুর্কি দূতাবাস এবং ভিয়েতনাম তুর্কি ওএসসিই মিশনে কাজ করেছেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের ডেপুটি স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি। তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লেখাপড়া করেছেন। ১৯৯১ সালে মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইউরোপীয় রাজনীতি বিভাগের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আঙ্কারার বিলকেন্ট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।