এফবিসিসিআইর সভাপতির সাথে সৌজন্য সাক্ষাতে বিমামা'র নেতারা
অটোমোবাইল খাতকে অর্থনৈতিক, প্রযুক্তিগত দক্ষ ও আরও পরিবেশবান্ধব করতে বাংলাদেশের মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা) কাজ করে যাচ্ছে। বিমামার সভাপতি হচ্ছেন উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ।
বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিমামা) সভাপতি এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের নেতৃত্বে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায় এবং রানার গ্রুপের কোঅর্ডিনেটর মোহাম্মদ আমিনুর রহমানসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা এফবিসিসিআইয়ের নবনিযুক্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিমামা)-র সদস্যরা ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।