এফবিসিসিআইয়ের নতুন কমিটিতে নির্বাচিত সিআইএস-বিসিসিআই চেম্বারের সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
রাশিয়াসহ সিআইএস ভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নিয়োজিত সিআইএস-বিসিসিআই চেম্বার এর এক বোর্ড সভায় চেম্বারের যে সকল সদস্য ও পরিচালক এফবিসিসিআইয়ের নতুন কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জাননো হয়েছে । উল্লেখ্য, সিআইএস-বিসিসিআই চেম্বারের সর্বমোট ৯ (নয়) জন সদস্য এবার এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন। চেম্বারের সভাপতি মোঃ হাবিব উল্লাহ ডন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। রাশিয়াসহ সিআইএস ভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নিয়োজিত সিআইএস-বিসিসিআই চেম্বার এই ৯ (নয়) জন সদস্যের দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচিত হওয়ার মহতী অর্জনে গর্বিত এবং
সিআইএস-বিসিসিআই তাদের এই নতুন ভূমিকার সার্বিক সাফল্য কামনা করে।