বিসিক এর ওয়ান স্টপ সার্ভিস-এর উদ্বোধন
সম্প্রতি উদ্যোক্তাদের সহজেই সেবা দিতে ওয়ান স্টপ সেন্টার চালুর ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে অনেক বাধা দূর হবে।
আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ওয়ান স্টপ সার্ভিস-এর উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি। আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৩তম সভাপতি , বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।