South east bank ad

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রংপুর চেম্বারের নতুন সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। তিনি মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক। ২০২১-২৩ মেয়াদে আরসিসিআইয়ের নেতৃত্ব দেবেন তিনি। এছাড়া সংগঠনটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স শাপলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল ইসলাম মিন্টু। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী মনজুর আহমেদ আজাদ।
আরসিসিআইয়ের নতুন পরিচালকরা হলেন জেনারেল গ্রুপ থেকে মো. মোজাম্মেল হক ডাম্বেল, মো. আমজাদ হোসেন চৌধুরী, মো. রিয়াজ শহিদ শোভন, মো. শাহজাহান বাবু, পার্থ বোস, মো. আকবর আলী, মো. মোতাহার হোসেন মন্ডল মওলা, মো. ওবায়দুর রহমান রতন, মো. জাভেদ হাসান ও আবু হেনা মো. রেজওয়ানুল করিম।
এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে খেমচাঁদ সোমানী রবি, অজয় প্রসাদ বাবন, মো. জুলফিকার আজিজ খান ভুট্টু, প্রণয় বণিক ও মো. সাবিহুল হক। আর ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান রাঙ্গা নির্বাচিত হয়েছেন।

গতকাল চেম্বার ভবনের আরসিসিআই বোর্ডরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আরসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক রংপুর শাখার সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. আব্দুর রহিম ফলাফল ঘোষণা করেন।

এর আগে ১২ জুন জেনারেল গ্রুপের ১২ জন, অ্যাসোসিয়েট গ্রুপের ছয়জন এবং ট্রেড গ্রুপের একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: