লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ এবং খাবার ও মাস্ক বিতরণ
বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে ০৮ জুলাই লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান এবং খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এফবিসিসিআইয়ের সভাপতি মো: জসিম উদ্দিন বলেন, বর্তমানে করোনা ভাইরাস গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। হাসপাতালে আইসিইউ সংকট, অক্সিজেন সংকট আছে, এ বিষয়ে আমরা এফবিসিসিআই থেকে কাজ করছি। মানুষকে সচেতন করার জন্য সরকারের পাশাপাশি আমরা ৬৪ জেলার চেম্বার ও অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে আগামী সপ্তাহ থেকে সারাদেশে ১ কোটি মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি।
তিনি বলেন, দেশের সকল চেম্বার ও অ্যাসোসিয়েশনকে এগিয়ে আসার আহবান জানাই। এই বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করিছি। আসুন এ সংকটকালে আমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে সহায়তার হাত প্রসারিত করি।