এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন
চলমান ভয়াবহ করোনা মহামারির তৃতীয় ঢেউ মোকাবেলায় এফবিসিসিআই কর্তৃক ১৫ জুলাই, ২০২১ তারিখ দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এর আওতায় ১ কোটি ফেস মাস্কসহ ২০০০ অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা, ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর বিতরণ এবং বিভিন্ন হাসপাতালের সামনে অক্সিজেন বুথ স্থাপণের উদ্যোগ নেয়া হয়েছে।
জনসমাগম বেশী হয় এমন স্থানে নিম্ন আয়ের মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ করে কাঁচাবাজার, কোরবানীর পশুর হাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতাল প্রভৃতি স্থানে মাস্ক বিতরন করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান।