এফবিসিসিআই এর উদ্যোগ ও সিসিসিআই এর সহযোগিতায় বিনা মূল্যে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী বিতরণ
দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উদ্যোগ ও দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর সহযোগিতায় বিনা মূল্যে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ঢাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এ সময় ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন প্রমুখ।
একই সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ দেশের সব চেম্বার নেতা। চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সিসিসিআই। চেম্বার পরিচালক ও মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অতিরিক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নুরুল হায়দার শামীম ও বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় চেম্বার সভাপতির কাছ থেকে উইমেন চেম্বারের সহসভাপতি রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির মহানগর সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, সেন্ট্রাল প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরীসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন অ্যাসোসিয়েশন নেতারা মাস্ক গ্রহণ করেছেন।