South east bank ad

আটোয়ারীতে এফবিসিসিআই-এর স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

মাসুদ রানা (আটোয়ারী):

‘করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে এফবিসিসিআই কর্তৃক আটোয়ারীতে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন।এফ বিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসুচির অংশ হিসেবে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সোমবার(২০ জুলাই) বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, এফবিসিসিআই-এর পক্ষ থেকে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ডাইরেক্টর মোঃ খলিলুর রহমান সহ চেম্বারের অন্যান্য সদস্যগণ। পরে খলিলুর রহমানের নেতৃত্বে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে বিভিন্ন পেশাজীবি মানুষ সহ পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ২০ হাজার মাস্ক বিতরণ করেন এবং হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করেন।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: