নওগাঁয় এফবিসিসিআই-এর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, ফ্লো-মিটার ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান
নওগাঁ সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লো-মিটার ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এফবিসিসিআই-এর পক্ষ থেকে সভাপতি জসিম উদ্দিনের নির্দেশনায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করার লক্ষ্যে এই সব উপকরণ বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. এবিএম আবু হানিফের কাছে এই উপকরনগুলো হস্তান্তর করা হয়। উপকরণ হস্তান্তর করেন এফবিসিসিআই-এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল।