এফবিসিসিআই সভাপতির সঙ্গে কানাডীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন, সহসভাপতি এমএ মোমেন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।
সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি জানান, বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অনেক দেশ বিনিয়োগ করেছে। কানাডার বিনিয়োগকারীদের জন্যও এসব অঞ্চল আকর্ষণীয় হতে পারে। প্রাইমারি টেক্সটাইল, চামড়াজাত পণ্য, জ্বালানি ও বিদ্যুৎ, সিরামিকস, আসবাব শিল্প, অবকাঠামো ও ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের আহ্বান জানান মো. জসিম উদ্দিন।