শিরোনাম

South east bank ad

এফবিসিসিআই সভাপতির সঙ্গে হাইকমিশনার সাইদা তাসনিম মুনার সাক্ষাৎ

 প্রকাশ: ০৮ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

এফবিসিসিআই সভাপতির সঙ্গে হাইকমিশনার সাইদা তাসনিম মুনার সাক্ষাৎ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা তাসনিম মুনা।

বুধবার (৮ জুন) এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানান, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য পণ্যের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। এখনই দেশটির মূল ধারার পণ্যবাজারে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ।

এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে এ সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।

এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে এফবিসিসিআই-এর মুজিব কর্নার পরিদর্শন করেন হাইকমিশনার। এসময় তিনি পরিদর্শক বইয়ে সই করেন।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: