শিরোনাম

South east bank ad

প্রস্তাবিত বাজেট কল্যাণমুখী: এফবিসিসিআই

 প্রকাশ: ০৯ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

প্রস্তাবিত বাজেট কল্যাণমুখী: এফবিসিসিআই

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে উন্নয়ন ও কল্যাণমুখী বলে দাবি করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

কল্যাণমুখী বাজেট ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুন) এফবিসিসিআইয়ের বোর্ড রুমে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যক্তিগতভাবে কালো টাকা সাদা করা আমি পছন্দ করি না, কারণ এতে সৎভাবে যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হবেন। তারা নিরুৎসাহিত হবেন বলেও তিনি মনে করেন।

তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার, তিনি (প্রধানমন্ত্রী) সাধারণ মানুষের উপকারের জন্যও অনেক প্যাকেজ এনেছেন।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: