শিরোনাম

South east bank ad

পোশাক খাতে অব্যাহত সহযোগিতার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

 প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

পোশাক খাতে অব্যাহত সহযোগিতার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পোশাক খাতের টেকসই উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সুইডেনে এইচঅ্যান্ডএম গ্রুপের হেড কোয়ার্টারে এর সিইও হেলেনা হেলমারসনের সঙ্গে গতকাল অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সহসভাপতি মিরান আলী ছিলেন। এইচঅ্যান্ডএম গ্রুপের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, এইচঅ্যান্ডএম গ্রুপের গ্লোবাল হেড অব প্রোডাকশন কারিন লিন্ড, এইচঅ্যান্ডএম গ্রুপের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স পার্নিয়া হলদিন ও এইচঅ্যান্ডএম গ্রুপের হেড অব ম্যাটারিয়েল ইনোভেশন অ্যান্ড স্ট্র্যাটেজি গগন বানসাল উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা আগামী দিনগুলো বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ, সুযোগ এবং এ খাতের উন্নয়নকে আরো টেকসইভাবে চালিত করতে অংশীদারত্ব জোরদারের ওপর আলোকপাত করেন।

বৈঠকে সার্কুলার ফ্যাশন ও কার্বন নিরপেক্ষতার পথে শিল্পের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য যৌথ প্রচেষ্টার বিষয়টিও গুরুত্ব পায়। তারা শিল্পের টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ বাস্তবায়নে শিল্পকে সহযোগিতা করার জন্য একসঙ্গে আরো কী কী কাজ করা যেতে পারে, সে বিষয় নিয়েও কথা বলেন।

এ সময় বাণিজ্যমন্ত্ৰী টিপু মুনশি এইচঅ্যান্ডএম গ্রুপকে আগামী দিনগুলোতে উন্নয়নের পথে শিল্প ও শিল্পের কর্মীদের পাশে থাকার জন্য অনুরোধ জানান।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: