শিরোনাম

South east bank ad

আরো দুই পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

আরো দুই পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ

দেশের তৈরি পোশাকশিল্পের আরো দুটি কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। প্রতিষ্ঠান দুটি হ‌লো- গাজীপুরের আশুলিয়ার সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং শ্রীপুরের এক্সিকিউটিভ গ্রীনটেক্স লিমিটেড।

শুক্রবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, পোশাক কারখানা দুইটি যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২২৬টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৮৯টি আর লিড গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদ পাওয়ার শর্ত অনুযায়ী সাদাতিয়া সোয়েটারস লিমিটেড ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ৯১। এতে কারখানাটি প্লাটিনাম সনদ পেয়েছে।

অন্যদিকে গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিনটেক্স ৬৯ নম্বর পেয়ে লিড গোল্ড সনদ অর্জন করেছে। এছাড়া ১০০টি বিশ্বসেরা পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে বাংলাদেশেরই ৬০টি।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: