বিকেএমইএ থেকে সেলিমের পদত্যাগ, নতুন সভাপতি হাতেম
গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি থেকে পদত্যাগ করেছেন এ কে এম সেলিম ওসমান। তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই।
রোববার বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে বিকেএমইএর নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ হাতেম। তিনি পরিচালনা পর্ষদে নির্বাহী সভাপতি ছিলেন।
এর আগে, ২০২১ সালের অক্টোবরে বিকেএমইএ সভাপতি নির্বাচিত হন সেলিম ওসমান। তিনি টানা কয়টি মেয়াদে দায়িত্ব পালন করেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ অবস্থায় সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।