South east bank ad

আশুলিয়ায় আজও ১০ কারখানায় উৎপাদন বন্ধ

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

আশুলিয়ায় আজও ১০ কারখানায় উৎপাদন বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ার জামগড়া, কাঠগড়া এলাকার পাঁচটি ফ্যাক্টরি শ্রম আইনের ১৩ (১) ধারায়, দুটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি এবং তিনটি ফ্যাক্টরিতে কর্মবিরতি ছাড়া অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এসব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

জানা গেছে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া এলাকাস্থ পাঁচটি ফ্যাক্টরিতে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ, দুটি ফ্যাক্টরিতে সাধারণ ছুটি এবং আশুলিয়ার নাসা গ্রুপ ও মুরাদ ফ্যাশন ফ্যাশনসহ তিনটিতে কর্মবিরতি কর্মসূচি গ্রহণ ব্যতীত অন্যান্য ফ্যাক্টরি খোলা রয়েছে। শ্রমিকরা যথাসময়ে ফ্যাক্টরিতে এসে কাজ করেছেন।

১৩ (১) ধারায় বন্ধ ফ্যাক্টরি:

১। সাদ ফ্যাশন লিমিটেড
২। আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড
৩। রাইজিং টেক্স ফ্যাশন লিমিটেড
৪। এ এফ ম্যানুফেকচার লিমিটেড
৫। আল মুসলিম এ্যাপারেলস লিমিটেড

সাধারণ বন্ধ ফ্যাক্টরি:

১। জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড
২। ডেকো ডিজাইন লিমিটেড

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: